শাহরাস্তিতে শিশুকে যৌন নিপিড়নের চেষ্টা: আটক ১

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে যৌন নিপিড়নের চেষ্টার অভিযোগে মোঃ হাছান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপার্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাইজ্যার বাড়ির মৃতঃ মমিনের পুত্র মোঃ হাছান পার্শবর্তী বাড়ির একটি কন্যা শিশুকে (৯) সেকান্দার হাজী বাড়ির সিরু মিয়ার পাকা ঘরে নিয়ে জোর পূর্বক যৌন নিপিড়নের চেষ্টা চালায়। ওই সময় শিশুটির ডাক চিৎকার শুনে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত হাছানকে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে।

এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১২টার সময় ভিকটিমের মা বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অভিযুক্তকে কোর্টে সোপার্দ করা হয়েছে।

ফম/এমএমএ/