শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে ওসি’র দিকনির্দেশনা মূলক বক্তব্য 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেন।
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সূয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি এ বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের সামাজিক অবক্ষয়, মোবাইল আসক্তি,মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দিক নির্দেশনা এবং উৎসাহমূলক বক্তব্য দেন।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম