শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এ বছর উপজেলার ৪ শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
ফজরের পর থেকেই বিভিন্ন ঈদগাহে দলে দলে মুসুল্লিরা আসতে শুরু করে। তবে যেসব ঈদগাহে ১০ পরে জামায়াত অনুষ্ঠিত হয়েছে সেসব স্থানে বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটে। উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নুনিয়া ফাজিল মাদরাসা সংলগ্ন ঐতিহাসিক নুনিয়া ঈদগাহে। সেখানে ইমামতি করেন আলহাজ্ব হযরত মাওঃ আবু তাহের।
নুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন মোল্লা জানান, প্রাচীন ঐতিহ্যবাহি এ মাঠে আশপাশের ২৫ টি গ্রামের মুসুল্লিরা অংশ নিয়েছেন। করোনাকালীন লকডাউন ও স্বাস্থ্যবিধির কারনে পর পর ২ বছর ঈদের জামায়াতে কিছু বিধিনিষেধের পর এবার ঈদের কোলাকুলি ছিল সবচেয়ে আকর্ষণীয়। মুসলিম ভাতৃত্বের অপূর্ব নিদর্শন অপর ভাইকে বুকে জড়ানো ও করমর্দনে ঈদগাহগুলোতে অবারিত আনন্দ ও শান্তির ফল্গুধারা প্রদর্শিত হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গোটা উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ঈদের জামায়াতে মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেছে। ঈদ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর ছিল।
ফম/এমএমএ/