
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, পৌরসভা মেয়র হাজী আঃ লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান বিএসসি, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্কাউটের সম্পাদক সৈয়দ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বে পাক হানাদার বাহিনী দেশীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করেন। আমরা শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
ফম/এমএমএ/