শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি মো. রাসেল (৩০), মুশফিকুল (২৫) ও মানিক (২৮) গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় উপজেলার কুরকামতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কুলকামাতা এলাকা থেকে মাদক কারবারি রাসেল, মুশফিকুল ও মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিদের নামে পূর্বে নারী ও মাদক পাচারের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিদের শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম