
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুরে তাকে শাহরাস্তি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে দোয়াভাঙ্গা এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পালানোর চেষ্টা করে। ওইসময় অটোরিকশায় তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী গ্রামের মৃত মফিজের পুত্র কবির হোসেন গাজীকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল আনোয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত অপর আসামী চাঁদপুর সদর উপজেলাধীন খলিসাডুলী গ্রামের মৃত মোঃ মোস্তফা শিকদারের পুত্র (সাবেক চাঁদপুর পৌর কাউন্সিলর সাজুর সৎ ভাই) মোঃ মাসুদুর রহমান (৪৭) পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/