শাহরাস্তিতে যুবদলের তিন নেতা গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয়তাবাদী যুবদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২২ সালের একটি মামলায় তাদের গ্রেফতার করে সোমবার (৩০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ কবির (৪১), ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (২৭) ও পৌরসভার সেনগাঁও গ্রামের যুবদল সমর্থক মোঃ এমদাদ হোসেন (৩০)।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন গ্রেফতার তিনজনকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম