চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মোটরসাইকেলসহ বিল্লাল ও মাকছুদ নামে কুমিল্লার দুই মাদকব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার (৪ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর জেলা পুলিমের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানেগেছ, শনিবার সকাল অনুমান ০৬:৫০ ঘটিকার সময় শাহরাস্তি থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে, মো, সাহিদুর রহমান, এএসআই মো. হিমন ইসলাম, শোয়েব হোছাইন আখন্দ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শাহরাস্তি থানাধীন কাকৈরতলা সাকিনে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সংযোগ সড়কের মাথায় চেক পোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশী করা অবস্থায় কুমিল্লার দিক থেকে আসা একটি মোটর সাইকেল চালকসহ অপর একজন দ্রুত গতিতে আসার সময় থামানোর জন্য সিগন্যাল দিলে মোটর সাইকেলটি না থামাইয়া ইউটার্ন করে পালানোর চেষ্টা করেন। ওই সময় বাদী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী মো. বিল্লাল হোসেন (৩৪), পিতা-মোঃ আলী আজম এবং মোঃ মাকছুদ হোসেন (৩০), পিতা-আব্দুল মান্নান, উভয় সাং-কাদৈর (ছিদ্দিকুর রহমান এর বাড়ী), শুভপুর ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করিতে সক্ষম হন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আসামীদের দেখানো মতে মোটর সাইকেলের সিটে উভয় আসামীর মধ্যখানে থাকা খাকি রঙ্গের একটি ঔষধের কার্টুন, যাহার উভয় পাশে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিঃ, ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর লেখা আছে দেখিতে পাইয়া কার্টুনটি তল্লাশীকালে কার্টুনের ভিতর খাকি স্কচটেপে মোড়ানো নীল রঙ্গের পলিথিনের ভিতর রক্ষিত অবস্থায় ২ কেজি গাঁজা এবং একটি লাল-কালো রংয়ের প্লাটিনা মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/