শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন  সম্পন্ন 

সভাপতি আঃ রহিম, সম্পাদক জসিম 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত  চলে ভোটগ্রহণ।
উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৪৩জন শিক্ষক ও কর্মচারীদের  মধ্যে ৫৩৫ জন ভোট প্রদান করেন,  এতে সভাপতি পদে পঞ্চনগর আদর্শ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ টি এম সাইফুল ইসলাম, খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেছবাহ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন ফটিকখিরা এস এ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার হোসেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মজুমদার।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান, আনিছুর রহমান, ইমাম হোসেন মজুমদার, মোঃ ফারুক হোসাইন, মোহাম্মদ মাহবুব আলম (সুমন), মোঃ ইমাম হোসেন, মাওলানা মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ নাজমুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উক্ত নির্বাচন কর্মকর্তা  আবু ইসহাক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম