শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তি উপজেলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নির্দেশে পাথৈর, লাকামতা ও সূচিপাড়া বাজারস্থ কয়েকটি স্থানে ভ্রাম্যশান আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।
ফম/এমএমএ/