
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শাহ সাহেব জামে মসজিদে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আসগর মিয়াজী, যুগ্ম আহবায়ক এডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহেতেশামুল গনী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ শিকদার, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানের পূর্বে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহেদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফম/এমএমএ/