শাহরাস্তিতে বিশেষ ক্ষমতা আইনে যুবদল নেতা গ্রেফতার 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ ক্ষমতা আইনে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি বছরের মার্চ মাসের একটি মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার  (৩১ অক্টোবর)  আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার মামলা নং-০৯, তাং-১০/০৩/২০২৩ইং, ধারা-১৫(৩)/২৫(ঘ) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৃত শাহজাহানের পুত্র মোঃ মাইন উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম