শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের পাশ্ববর্তী বাড়ির চাচা সম্পর্কিয় মোঃ মিজানুর রহমান জানান, গ্রামের মৃত সুলতান মাস্টারের পুত্র মানিক ও মিজান গাছের ঢাল কাটার সময় বৈদ্যুতিক ট্রান্সফরমারের উপর একটি ঢাল পড়ে বিকট শব্দ হয়। ওই সময় কাজী বাড়ির মিজানুর রহমান মনার পুত্র মেহেদী (১৪) শব্দের উৎস খোঁজে সেদিকে গেলে সে বিদ্যুতের একটি ছেঁড়া তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাসার জানান, এ ঘটনায় কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম