শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৫২ টি স্কুল ও মাদরাসার ১ হাজার জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। যাতে উপস্থিতির হার ৯৯ ভাগ।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত প্রতি শ্রেনীতে ৫ জনকে ট্যালেন্টপুল ও বিভিন্ন কোটায় নির্ধারিত সংখ্যক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।
বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আহমেদ জানান, বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, সনদ ও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হবে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম