শাহরাস্তিতে বিক্রয়ের জন্য আনা ইলিশ মাছ জব্দ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বিক্রি করার সময় ১২ কেজি (৪০ পিচ) ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় মেহের কালিবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।

এসময় তাঁর সাথে ছিলেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নবেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনা মাছগুলো জব্দ করা হয়েছে। পরে  সেগুলো পৌরসভার নোয়াগাঁও ইসলামিয়া সুফিয়া এতিমখানা ও মনু মিয়া সুলতানা বালিকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি বন্ধে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বাজারে সচেতনতা মূলক ব্যানার সাঁটানো হয়েছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম