শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে বিক্রি করার সময় ১২ কেজি (৪০ পিচ) ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় মেহের কালিবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।
এদিকে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি বন্ধে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বাজারে সচেতনতা মূলক ব্যানার সাঁটানো হয়েছে।
ফম/এমএমএ/