শাহরাস্তিতে বাড়ছে ডেঙ্গু রোগী 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ১ সপ্তাহে অন্তত ১৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র জনসচেতনতায় এ রোগের প্রকোপ কমাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন ৬০০ রোগী চিকিৎসা নিতে আসেন যার মধ্যে জ্বরে আক্রান্ত ১৫-২০ জন রোগী আসছেন। যাদের ল্যাব পরিক্ষায় ২/৩ জনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে।
এদিকে ডেংগু সচেতনতায় প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগ, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে স্বাস্থ্য শিক্ষা বার্তা প্রচার করা হচ্ছে। অপরদিকে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাইকিং করে
ডেংগু সচেতনতায় বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, প্রতিনিয়ত জ্বরের রোগী আসছে। জ্বরে আক্রান্ত সব রোগীকে আমরা।
ডেঙ্গু পরিক্ষা করাই। ইতোমধ্যে হাসপাতালের ল্যাবে ডেংগু পরিক্ষায় ৫০ ভাগ খরচ মওকুফ করা হয়েছে। ডেংগু পজিটিভ রোগীদের আমরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও কাউন্সিলিং করছি। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  জ্বর ভালো হয়ে গেলে ২/৩ দিনের মধ্যে পাতলা পায়খানা, বমি বা শরীর বেশি খারাপ হলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম