শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে কাঁচাবাজার ব্যবস্থাপনা এবং ৮নং ওয়ার্ডে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেছেন পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি বাজার মনিটরিং ও দুপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেছেন।
জানা যায়, সম্প্রতি পৌরসভার দ্বায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম গতিশীল ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি পৌরসভার ঠাকুর বাজারে কাঁচাবাজার ব্যবস্থাপনার লক্ষ্যে বাজারের ভেতর পরিদর্শন, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ দখল ও কাঁচা বাজারের ব্যবসায়ীদের স্থান সংকুলান বিষয়ে বাজার কমিটি ও স্থানীয়দের সাথে আলোচনা করেন।
দুপুরে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে শ্যাওলা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও বৈদ্যুতিক সরঞ্জামাদি পরিদর্শন করেছেন।
বাজার পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ, পৌর কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা, মোঃ আবুল কাশেম, মিজানুর রহমান, দেলোয়ার হোসেনসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/