শাহরাস্তিতে বসতঘরের আগুনে পুড়ে ভস্ম প্রতিবন্ধী সোহান

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়ীতে বসতঘরের আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে প্রতিবন্ধী সোহান (১০)।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে ওই গ্রামের বেপারী বাড়ী প্রকাশ বালিয়া বাড়ির দিনমজুর  রবিউলের বসতঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।  তবে তার আগে পুড়ে যায় দশ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী সোহান।
দিনমজুর রবিউল আলম জানান,পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তার তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট। তার সব শেষ হয়ে গেলো।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আহমেদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করেন।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম