শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ: আহত ৩

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে শাহরাস্তিতে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) রাত ১ টা ১৫ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক নির্মাণের তেলবাহী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ন ১৫-৯৬২৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেমে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো ঢ ৮২-০১৯৩) পিছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কবির উদ্দিনের পুত্র মোঃ রাজু (৪০), রঘুনাথপুর গ্রামের সিরাজ খানের পুত্র আরীফ (২৮), ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার তাফাজ্জল মির্জার পুত্র মোঃ আবুল খায়ের (৪২)।
পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া আহত শ্রমিক মোঃ আবুল খায়ের জানান, পিকআপ ভ্যানটি চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার খিলাবাজার এলাকায় রাস্তা নির্মাণের তেল নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে দ্রুত গতিতে কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এ দূর্ঘটনা ঘটে।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন জানান, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার  শ্রমিকরা এতে আটকা পড়ে। দমকল কর্মীরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম