শাহরাস্তিতে পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি দুই চেয়ারম্যান প্রার্থী 

মঙ্গলবার নির্বাচন

শাহরাস্তি (চাঁদপুর): ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হলফনামায় তথ্য গোপনে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে।
এক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা আরেক প্রার্থীর বিরুদ্ধে সম্পত্তি গোপন রাখায় পৃথক দুই নাগরিক বাংলাদেশ নির্বাচন কমিশন ও রিটার্নীং কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ভোটারদের মাঝে তৈরি হয়েছে সংশয়। তবে জেলা রিটার্নীং কর্মকর্তা বলছেন, যাছাই-বাছাইয়ের তিন দিনের মধ্যে অভিযোগ না আসায় জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার সুযোগ নেই। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে চলছে নবীণ-প্রবীণের ভোটের লড়াই। রোববার প্রচার-প্রচারণা শেষ হলেও অভিযোগ আতংকে ভোটারদের মাঝে কাজ করছে সংশয়। আনারস প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক রুমির বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে দুইটি ফৌজদারী মামলা রয়েছে।  তিনি তা হলফনামায় উল্লেখ করেননি। তার প্রার্থীতা কেন বাতিল হবে না মর্মে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে আভিযোগ করেন সফিউল আজম স্বপন নামের এক স্থানীয় বাসিন্দা।
অন্যদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে হলফনামায় সম্পদের বিবরণ গোপন রাখায় ক্ষুব্দ হয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর পাল্টা অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম।
চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারীর দাবী ফৌজদারী মামলা থাকায় ওমর ফারুক রুমির প্রার্থীতা নিয়ে নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন। অন্যদিকে মুকবুল হোসেন পাটোয়ারীর সম্পদের বিবরণ গোপন রাখার বিষয়টির ব্যবস্থা নেয়ার আহবান অভিযোগকারীর।
চেয়ারম্যান প্রার্থী,  ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারী বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওনার বিরুদ্ধে দুটি ফৌজধারী মামলা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিবেন।
অন্যদিকে অভিযোগকারী সাইফুল ইসলাম মোল্লা বলেন, চেয়ারম্যান প্রার্থী  ইঞ্জিনিয়ার  মকবুল হোসেন তার হলফানামায় সম্পত্তির বিবরণীতে  তথ্যগুলো গোপন করেছেন। সম্পদের দলিল এবং দলিলের নাম্বার এবং ক্রয়-মূল্য ও সনসহ রিটার্নিং কর্মকর্তার নিকট আমি সকল কাগজপত্র উপস্থাপন করেছি।
এদিকে তথ্য গোপন ও মামলার প্রসঙ্গে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক রুমি তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
জেলা পর্যায়ে রিটানিং অফিসার বা আপিল কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুরাহ যোগ্য নয়। তাই অভিযোগের বিষয়ে করণীয় সর্ম্পকে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, আইন অনুযায়ী কোন একজন প্রার্থীর প্রার্থীতা বৈধ কিংবা অবৈধ ঘোষণার তিনদিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে সেটির আবেদন জানাতে হয়।  তবে সেই সময়টি তারা অনুসরণ করতে পারেননি। যেকারণে জেলা পর্যায়ে রিটানিং অফিসার বা আপিল কর্তৃপক্ষ বিষয়টি সুরাহ যোগ্য নয়। এই অভিযোগের বিষয়ে করণীয় সর্ম্পকে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।
এদিকে নির্বাচনী প্রচারণায় স্থানীয় সংসদের নাম ব্যবহার করে দুটি বক্তব্য দেওয়ায় আচরণবিধি লঙ্ঘন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক। এ বিষয়ে শনিবার ১৮মে ওমর ফারুকের কাছে ব্যখ্যা চেয়েছেন,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ।
শাহরাস্তি উপজেলায় ৬৫ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ২শ ৪৪ জন। এখানে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ৪ জন প্রার্থী।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম