শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার 

শাহরাস্তি (চাঁদপুর):  চাঁদপুরের শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, টামটা দক্ষিণ ইউনিয়নের সোনা চোঁ গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র জামাল হোসেন ওরফে নাডা জামাল (৪০), চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র রুস্তম আলী (৪৮),  শেতী নারায়ণ পুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র  মোঃ রাতুল হোসেন ও আবুল বাশারের পুত্র জাহিদ।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম