
শাহরাস্তি (চাঁদপুর): ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই শ্লোগানে চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা প্রমুখ।
ফম/এমএমএ/