শাহরাস্তিতে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ খোরশেদ আলম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাব থেকে ২০ টি নমুনার রিপোর্ট আসে। এতে ৬ জনের করোনা পজেটিভ এসেছে। একই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরটিপিসিআর পরীক্ষায় ১৬টি নমুনার মধ্যে ৮ টি পজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবে ২ হাজার ১ শ ৬২ টি ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৩ হাজার ৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৫শ’ ৭৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম