শাহরাস্তিতে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময়

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শাহরাস্তি মডেল থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, অধিকারী বাড়ি পূজা মন্ডপের সভাপতি ডাঃ বিকাশ চক্রবর্তী, পুরোহিত বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার, ঘুঘুরচপ পূজা মন্ডপের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক টুটুল মজুমদার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, থানার পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এ বছর শাহরাস্তি উপজেলার ১৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ফম/এমএম/