শাহরাস্তিতে ট্রেনের ধাক্কায় বিজিবি সদস্য নিহত, মরদেহ হস্তান্তর

চাঁদপুর : চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এলাকার ফতেহপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় রেলপথে বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্য মো: হুমায়ুন আহমেদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ময়না তদন্ত শেষে মরদেহ তার নিকট আত্বীয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ উল্লাহ্ বাহার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ছিটকিয়ে পড়ে হুমায়ুন আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

জানা গেছে, ট্রেনের ধাক্কায় নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ উল্লাহ্ বাহার জানান,রাতে খবর পেয়ে থানার অফিসার আজিজুল হাকিমকে ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

মো. শওকত আলী | ফোকাস মোহনা.কম