চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে দ্রুতগামী ট্রাক চাপায় তানভীর হোসেন (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ডাম্প ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
স্থানীয়রা জানান, নিহত তানভীরের বাবা মো.আরিফ হোসেন। তিনি শাহরাস্তি উপজেলা মাধ্যমিক অফিসে চাকরী করেন। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি উপজেলা পরিষদের সামনে হাসনাতের বাসায় ভাড়া থাকেন।
স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন জানান, তানভীর তাঁর বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালকসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/