শাহরাস্তিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গাস্থ থ্রী স্টার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, মোঃ আঃ রশিদ, আবুল কালাম, জসিম উদ্দিন, আলী আকবর ব্যাপারী, আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি আঃ মতিন সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনী, যুবদল নেতা ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে। তারা অভিযোগ করে বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার পতনের আন্দোলনে সবাইকে শামিল হতে হবে। অনুষ্ঠানে নেতারা গনতন্ত্র ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম