শাহরাস্তিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮ টায় সম্মেলন মঞ্চে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারী মাওঃ মাইনুদ্দিন, পৌরসভা আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মাওঃ আলমগীর হোসেন, উপজেলা মিডিয়া সেক্রেটারী মোঃ শাহ আলম প্রমুখ।
ব্রিফিংয়ে শনিবার সকালে অনুষ্ঠেয় কর্মী সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়েছে।
উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামি ব্যাক্তিত্ব, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুরের কৃতি সন্তান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলার সাবেক আমীর মাও. আব্দুর রহিম পাটোয়ারী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা নায়েবে আমীর এডঃ মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামাল হোসাইন, চাঁদপুর জেলা সেক্রেটারী এডঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ জামাল হোসাইন।
শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম এ সম্মেলন সঞ্চালনা করবেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম