শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার কর্মী সম্মেলন আগামী শনিবার (১১ জানুয়ারি) উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামি ব্যাক্তিত্ব, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুরের কৃতি সন্তান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলার সাবেক আমীর মাও. আব্দুর রহিম পাটোয়ারী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা নায়েবে আমীর এডঃ মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামাল হোসাইন, চাঁদপুর জেলা সেক্রেটারী এডঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ জামাল হোসাইন।
শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম এ সম্মেলন সঞ্চালনা করবেন।
স্বাধীনতার ৫৩ বছর পর বৃহৎ পরিসরে শনিবার শাহরাস্তিতে অনুষ্ঠেয় কর্মী সম্মেলনকে সামনে রেখে সকল নেতা ও কর্মী মাঠে চষে বেড়াচ্ছেন এ উপলক্ষে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।
বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্পটে তোরণসহ ব্যানার সাঁটানো হয়েছে। উপজেলা ব্যপী মাইকিং ছাড়াও ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ড মাইকে কর্মী সম্মেলনের দাওয়াত পৌঁছে দেয়া হচ্ছে। প্রায় ৩০ হাজার লোকের উপস্থিতিতে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামাল জানান, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে চরম নির্যাতন, মামলা-হামলার মাঝেও দাওয়াতি কাজ করে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে টিকে থাকা শাহরাস্তি জামায়াতে ইসলামী পৌর এলাকায় এবার গণতান্ত্রিক পরিবেশে জাঁকজমকপূর্নভাবেই আয়োজন করতে যাচ্ছে শনিবারের কর্মী সম্মেলন।
ফম/এমএমএ/