শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা কমিউনিটি ক্লিনিকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিনের কর্মসূচিতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক খাদ্য প্যাকেজের তালিকা মোতাবেক ১শ’ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন,
স্যানিটারি পরিদর্শক মোঃ ফায়দুল্যাহ মিয়া, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজাহান, কমিউনিটি হেলথ প্রোভাইডার মোসাম্মৎ ফারজেনা আক্তার রুবি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ্ব ইমাম হোসেন মোল্লা প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল থেকে দেশব্যাপী সাড়ম্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ কর্মসূচিতে উপজেলা পুষ্টি কমিটির সভা, কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, প্রবীণ শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেমিনার, কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক বার্তা প্রচার, ইপিআই টিকা কেন্দ্রগুলোতে বিশেষ পুষ্টি বার্তা জিএমপি কার্ড বিষয়ক প্রচারনা, ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জুমার বয়ানে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বিশেষ বার্তা প্রদান, উপজেলায় কমপক্ষে ৩ শিশু পরিবার, লিল্লাহ বোডিং বা অনাথ আশ্রমে পুষ্টি বার্তা প্রদান এবং ইফতারের আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যপী আয়োজিত এসব কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান প্রমুখ।
ফম/এমএমএ/