শাহরাস্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বিভিন্ন পূজা মন্ডপে উপহার বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি  নূরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম এর পক্ষ থেকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাতে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী ও শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে এ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন প্রমুখ।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম