শাহরাস্তিতে ঘর নির্মাণসহ বিভিন্ন সহায়তা পেল ৩৩ অসহায় পরিবার

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে বাত্তলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ৩৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, গরু উপহার ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে পৌরসভার বাত্তলা জামে মসজিদ মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের সাবেক জিএম মো. হাবীব উল্যাহ।

সংগঠন উপদেষ্টা মাও. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সভাপতি মো. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুর রহমান, বরুড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, লক্ষ্মীপুর হাউস বিল্ডিংয়ের ম্যানেজার ইমাম হোসাইন, সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান, ওমর ফারুক, সহ-সভাপতি ডা. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ৩১ পরিবারকে খাদ্য সহায়তা, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একটি পরিবারকে গরু উপহার ও একটি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম