শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত গৃহবধূ রিনার বাবা বিল্লাল বাদী হয়ে স্বামী হাবীবসহ ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপরে ঘটনাস্থল টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়ি পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
মামলার অন্যান্য আসামীরা হলো হাবিবের বাবা লুৎফর রহমান, মা রাবেয়া খাতুন, বড় বোন লাকি বেগম ও ছোট বোন আমেনা বেগম।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে বুঝা গেছে বিষয়টি পারিবারিক কলহ। আমরা আসামীদের ধরার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, পারিবারিক কলহ, পরকীয়া এসব কিছু বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অতিব প্রয়োজন।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিজোয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি।
এলাকাবাসি জানায়, পরকীয়ায় আসক্ত হওয়ায় স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী।
জানা যায়, হাবিবুর রহমান দুই মাস পূর্বে পার্শ্ববর্তী টামটা দক্ষিণ ইউনিয়নের কাজী বাড়ীর বিল্লাল হোসেনের কন্যা রিনা আক্তারকে বিয়ে করেন।
কিছুদিন যেতেই স্ত্রী রিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির সাথে পরকীয়া ও টিকটকে আসক্ত হয়ে পড়ে। এ কাণ্ডে স্ত্রী রিনার সঙ্গে হাবিবুর রহমান পারিবারিক বিবাদ ও কলহে জড়িয়ে পড়ে।
এরই মধ্যে প্রথম স্ত্রীর দেওয়া মামলায় হাবিবুর রহমান গ্রেপ্তার হয়ে জেলে যায়। ওই সুযোগে দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার গত ১৭ অক্টোবর কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে যান। সেখানে এক মাস থেকে গত ১৭ই নভেম্বর শুক্রবার পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসে।
এরই মধ্যে জেল থেকে ফিরে এসে হাবিবুর রহমান স্ত্রী রিনা আক্তারকে বাড়ীতে না পেয়ে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে স্ত্রী বাড়ীতে আসলে হাবিব ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরি দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী প্রবাসি রেদোয়ানের স্ত্রী নাজমা আক্তার জানান, বিয়ের পর থেকেই পরকিয়ার বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে থাকতো। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাবিব এ এঘটনা ঘটায়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ৩ টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়িতে দাম্পত্য কলহের জেরে উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী হাবিবুর রহমান।
ফম/এমএমএ/ফয়েজ/