শাহরাস্তিতে গাঁজাসহ ইব্রাহীম বয়াতী গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে ৪ শ’ ৫৫ গ্রাম গাঁজাসহ ইব্রাহীম খলিল প্রকাশ ইব্রাহীম বয়াতীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার উপ-পরিদর্শক সৈকত দাশ গুপ্ত, কামাল উদ্দিন, গোলাম আজম, সহকারী উপ-পরিদর্শক শাহজালাল ও শোয়েব হোসাইন উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সূচীপাড়া গ্রামের মিয়া বাড়ির মৃতঃ মাজু মিয়ার পুত্র ইব্রাহীম খলিল প্রকাশ ইব্রাহীম বয়াতীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৮ শ’ ৫৫ গ্রাম গাঁজা জব্দ করে।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম