শাহরাস্তিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শাহরাস্তি উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শাহরাস্তি উপজেলা ঠাকুর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইউম রিপন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আঃ জাব্বার, যুবদল নেতা কেফায়েত, সুমন, মিন্টু, আরিফ, রাব্বি, রুবেল, সোহেল, আরমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঠাকুর বাজার জামে মসজিদের খতিব মুফতি মোঃ মনজুর এলাহী।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম