শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনার নতুন ধরন ওমিক্রন সচেতনতায় মাস্ক বিতরণ করেছেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান।
রবিবার (৯ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মরনঘাতি করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার বৃদ্ধি ও গুরুত্বারোপ করতে এ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমস্থলে মাস্ক বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আগেই সবাই সতর্কতা অবলম্বন করা উচিৎ। এতে আক্রান্ত হবার ঝুঁকি কমতে পারে।
ফম/এমএমএ/