শাহরাস্তিতে এসএসসিতে পাশের ৯৪.৪৫ ভাগ জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পাশের হার ৯৪.৪৫ ভাগ। এবারের পরিক্ষায় রেকর্ড ৩২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এদের মধ্যে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন করে শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে।
এছাড়াও সূচিপাড়া উচ্চ বিদ্যালয় ২৯ জন, রাগৈ উচ্চ বিদ্যালয় ২৪ জন, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ২২ জন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২০, সূয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী সহ ৩২১ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে।
এছাড়াও এসএসসি ভোকেশনালে শাহরাস্তি উপজেলা থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৮৫.৫৭ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।
শাহরাস্তিতে দাখিল পরীক্ষার পাশের হার ৮৬.৯৭ জিপিএ ফাইভ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী
শাহরাস্তিতে ২১ টি মাদ্রাসা থেকে ৬৮৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৮৬.৯৭ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এদের মধ্যে আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১২ জন ছাত্রী জিপিএ ফাইভ অর্জন করে।
এছাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা আলিম মাদ্রাসা থেকে ১১ জন, ভোলদিঘী কামিল মাদ্রাসা থেকে ৮ জন, গাউছিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা থেকে ৫ জন, আহম্মদ নগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা থেকে ৪ জনসহ মোট ৫২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম