
শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ ইয়াসির আরাফাত ও সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর বদলিজনিত বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোঃ ফয়েজ আহমেদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম মিনার, উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটি সভাপতি তাজুল ইসলাম সুমন।
স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সদস্য মোঃ ফযসাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহি উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী, জসীম উদ্দিন, ফয়সাল আহম্মেদ, মোসাদ্দেক হোসেন জুয়েল, হাসান আহম্মদ বাবলু, ফিরোজবেপারি, বিএম নয়ন প্রমুখ।
ফম/এমএমএ/