শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে ২০ পিচ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূরুল আনোয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের হাড়ইরপাড় গ্রামের মৃত আলী হোসেনের পুত্র মোঃ সুজনকে (৪০) আটক করে। ওইসময় তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/