শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ২০ পিচ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলফিকার আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার নিজ মেহের গ্রামের তালতলা এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের মৃত আঃ আউয়ালের পুত্র মোঃ তুহিন পাটোয়ারীকে (৪০) আটক করে। ওইসময় তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, তুহিন দীর্ঘদিন যাবত পশ্চিম উপলতা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার সহায়তায় বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে মর্মে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ফম/এমএমএ/