চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে ‘আলোকিত সমাজ চাই’ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য দোয়া এবং মোনাজাত পর আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে সংগঠনের কর্তৃপক্ষ।
মাওলানা মোহাম্মদ আনিছুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোঃ আবুল বাসার, স্থানীয় ইউপি সদস্য মাও. মোঃ মোশারফ হোসেন, সংগঠনের উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম প্রধানিয়া, মোঃ জুবায়ের হোসেন মজুমদার সহ সংগঠনের সদস্যরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আপনাদের সকল কাজ প্রশংসনীয়, সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে অন্যায় কাজ থেকে দূরে রাখে এবং ভালো কাজে অনুপ্রেরণা জোগায়। আপনাদের মাধ্যমে দেশে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিণির্মান হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ১১১টি পরিবারের জন্য আমাদের বিবেচনায় যোগ্য প্রার্থীর কাছে আমারা পৌঁছে দেব আলোকিত সমাজ চাই এর পবিত্র রমজানের উপহার এবং বিগত বছরগুলোর মত এবারও থাকবে আমাদের সংগঠনের পক্ষে থেকে ঈদ উপহার।
২০০৮ সাল থেকে প্রতি বছর এই কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের ৫০ ভাগ তহবিল আসে রেমিট্যান্স যোদ্ধাদের কাছে থেকে।
ফম/এমএমএ/