শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা

চাঁদপুর: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

এই দিবস পালন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ (বুধবার) বেলা সাড়ে এগারটায় আন্তর্জাতিক নারী দিবস’২০২৩ উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার’২০১৯ প্রাপ্ত, চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার (কাজল)। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এসডিএফ ৫ নং খিলাবাজার কাস্টারের কর্মকর্তা বিমল গোলদার।

বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী আর এই নারীদের বাদ দিয়ে কোন পরিবারের, সমাজের বা দেশের উন্নয়ন আদৌ সম্ভব নয়। তাই দেশের মোট জনসংখ্যার অর্ধেক সেই নারীদের শ্রম ও মেধাকে কাজে লাগাতে হবে। আর নারী ক্ষমতায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন নারীদের অর্থনৈতিক মুক্তি, নারীরা অর্থনৈতিকভাবে মুক্তি পেলে তারা এমনিতেই স্বাবলম্বী হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম