
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কামান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান বিএসসি প্রমুখ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
ফম/এমএমএ/