শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, পুষ্পস্তবক অর্পণে যেকোন সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন শহীদ বেদীতে উঠা, বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলনে সঠিক মাপ ও নিয়ম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থণার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর প্রধান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম