শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ।
ফম/এমএমএ/