শাহরাস্তি (চাঁদপুর): আদালতের পরোয়ানাভুক্ত ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জনসহ ১২ আসামীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার কাজিরকাপ গ্রামের কোনার বাড়ীর সফিকুর রহমানের পুত্র মোঃ মিজানুর রহমান, ননজিআর মামলার আসামী সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের মুনছুর আহম্মদের পুত্র দুলাল মিয়া, দুলাল মিয়ার কন্যা লিপি আক্তার, স্ত্রী আম্বিয়া বেগম, মৃত আবুল খায়েরে পুত্র নুর মোহাম্মদ, সিআর মামলার আসামী টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের ছৈয়াল বাড়ির শাখাওয়াত উল্যার স্ত্রী রিনা আক্তার, জিআর মামলার আসামী মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের দুলুর বাড়ির মৃত আঃ হকের পুত্র মোঃ সাহাব উদ্দিন, টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামের শেখ বাড়ির নুরুজ্জামানের পুত্র নবির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের নুরু মাস্টারের বাড়ির তাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের মোঃ স্বপনের স্ত্রী সুমীকে গ্রেফতার করেছে।
এছাড়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মৃত শফি উল্যাহর পুত্র মোঃ আবুল হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একই ইউনিয়নের দৈকামতা গ্রামের পাঁচু জমিদার বাড়ির ইব্রাহিম খলিলের পুত্র মোঃ হেলাল হোসেনকে গ্রেফতার করেছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশ নিরলস কাজ করছে।
ফম/এমএমএ/ফয়েজ/