শাহরাস্তিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

শাহরাস্তি (চাঁদপুর): আদর্শ শিক্ষক ফেডারেশন শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল স্কুলের হলরুমে মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম।
মাধ্যমিক ফেডারেশনের পৌর  সভাপতি ও শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিএসসির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের শাহরাস্তি উপজেলার প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল, উপজেলা সভাপতি ও পরানপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মঞ্জুর হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি শামীম উদ্দিন, সহ-সভাপতি গোলাম সরওয়ার, পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম