শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক মো. রাশেদ মিয়াজীকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাশেদ মিয়াজী অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময়  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ বিষয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম