
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৯নং ওয়ার্ডে সভাপতি হিসেবে মোঃ জহির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ তানজিল হোসেন পাঠান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ অক্টোবর) শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. হুমায়ুন কবির সুমন।
৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতা য় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী। আগামী তিন বছরের জন্য উক্ত ওয়ার্ড যুবলীগের দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আঃ হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, সদস্য ইকবাল হোসেন পলাশ, মোঃ সেলিম মাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার হাজী, হাবিবুর রহমান, আবুল বাশার রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হাসান রুপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাদাত মিজি, জহির হাজী, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নবনির্ বাচিত সভাপতি মোঃ জহির হোসেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এ ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তানজিল পাঠান পূণরায় নির্বাচিত হয়েছেন।
ফম/এমএমএ/