
চাঁদপুর: চাঁদপুর সদরের শাহমাহমুদপুরে ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়নে ৮টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এতে অংশ গ্রহন করেন।
ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের দুই গ্রুফে ৩জন করে ৬জন অংশ গ্রহন করেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্ববধায়নে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ এ শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, উপজেলা সহকারী প্রোগ্রমার অফিসার হারুন অর রশিদ, শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বিল্লাল হোসাইন, মহামায়া হানাপীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্রসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/